বন্দর প্রতিনিধি:
আমাদের নেত্রী শেখ হাসিনার অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করার জন্য স্বাধীনতা বিরোধীরা এখনো চক্রান্ত করে যাচ্ছে মন্তব্য করে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন বলেছেন, আমাদের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশে শিক্ষা, চিকিৎসাসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক সফলতা অর্জন করেছে। এ অর্জনকে ধরে রাখতে হলে নৌকা প্রতিকের কোন বিকল্প নেই। আমাদের দল ক্ষমতায় তার পরও নারায়ণগঞ্জ-৫ আসনে আওয়ামীলীগ নেতা কর্মীরা অবহেলিত ও নির্যাতিত হচ্ছে।
জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের র্গব। তিনি হলো বাংলদেশের রুপকার। আজ তার কারনে বাংলাদেশে পদ্মা সেতু তৈরি হচ্ছে। স্বাধীনতা বিরোধীদের ফাঁসি দিয়ে তিনি প্রমান করেছেন অন্যায়কারীদের সাথে তিনি কোন সময় আপোষ করেনি।
শুক্রবার (১লা জুন) ২০ নং ওয়ার্ড আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত ইফতার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
২০ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ও সমন্বকারী এমএ কাইয়ুম এর সভাপতিত্বে ইফতার ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডঃ খোকন সাহা।
বন্দর থানা যুবলীগের সভাপতি এ্যাডঃ হাবিব আল মুজাহিদ পলুর সঞ্চালনায় ইফতার ও আলোচনা সভায় আরো গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব নূরুল ইসলাম চৌধূরী, যুগ্ম সম্পাদক জিএম আরমান, সাংগঠনিক সম্পাদক এড. মাহামুদা আক্তার মালা, মহানগর আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও বীরমুক্তিযোদ্ধা আইয়ুব আলী, মহানগর জাতীয় শ্রমিকলীগের সভাপতি আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান, বন্দর থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আলহাজ্ব আবেদ হোসেন প্রমুখ।
ইফতার ও আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন মুছাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মজিবুর রহমান, বন্দর থানা শ্রমিকলীগের সাধারন সম্পাদক রাফিয়ান আহাম্মেদ, ১৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন জসু, ২২ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মোঃ আমিনুল ইসলাম, ২১ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা এ্যাডঃ নূরুল আলম, নারায়ণগঞ্জ যুব মহিলালীগের নেত্রী নূরুন নাহার সন্ধ্যা, শ্রমিক পরিবহন নেতা আসাদুজ্জামান খোকনসহ স্থানীয় আওয়ামীলীগ ও যুবলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।