আজ শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

স্ত্রীকে নয় ভাইয়ের উপর দায়িত্ব দিলেন এরশাদ

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তার স্ত্রী রওশন কে বাদ দিয়ে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেছেন দলটির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের কে। জিএম কাদের এরশাদের ছোট ভাই।

শুক্রবার সকালে গণমাধ্যমে পাঠানো হুসেইন মুহাম্মদ এরশাদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এরশাদ বলেন, ‘আমি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে পার্টির সর্বস্তরের নেতাকর্মী-সমর্থকদের জানাচ্ছি যে, আমার অবর্তমানে বা চিকিৎসাধীন অবস্থায় বিদেশে থাকাকালীন পার্টির বর্তমান কো-চেয়্যারম্যান গোলাম মোহাম্মদ কাদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।’

তিনি বলেন, ‘পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এই নিয়োগ প্রদান করেছেন। যা ইতিমধ্যেই কার্যকর হয়েছে।’

রওশন কে দায়িত্ব না দেয়ায় জাপার মধ্যে দ্বন্দ্বের অভাস পাওয়া গেছে। রওশন সমর্থকরা জিএম কাদের কে মেনে নিতে পারছে না। তবে জিএম কাদের সমর্থকরা উজ্জীবিত হয়েছে।