আজ বুধবার, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিজয়ের আনন্দে ঢাকার পথ কাপিয়ে তুললেন মন্ত্রী গাজী

নবকুমার:


নেচে গেয়ে আওয়ামী লীগের বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর ২ টায় অনুষ্ঠান শুরু হয়। রাজধানীর পার্শ্ববর্তী জেলা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা সমাবেশে যোগদান করেছে। নারায়ণগঞ্জের মধ্যে সবচেয়ে বেশি লোক নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে যোগদান করেছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।


জানা গেছে গোলাম দস্তগীর গাজী ১০ হাজার নেতাকর্মী নিয়ে শোডাউনের মাধ্যমে সমাবেশে যোগদান করেছেন। গতকাল সকালে বাস ও প্রাইভেট কার যোগে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা গোলাম দস্তগীর গাজীর ব্যানারে ঢাকার পথে রওনা দেন।
সোহরাওয়ার্দী উদ্যানে গোলাম দস্তগীর গাজী পৌছালে তার সমর্থকরা শ্লোগানে কাপিয়ে তোলেন গোটা এলাকা। যা দেখে মুগ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। এছাড়া গোলাম দস্তগীর গাজী নিজেও কর্মীদের সাথে বিজয়ের আনন্দে মেতে উঠেছেন।


স্বাধীনতার ৪৭ বছর পর আওয়ামী লীগ সরকার নারায়ণগঞ্জ থেকে প্রথম পূর্ণ মন্ত্রী দিয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রী হয়েছে গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।


গোলাম দস্তগীর গাজী কে নিয়ে গতকাল ছিলো নারায়ণগঞ্জ বাসীর বাড়তি আনন্দ। নারায়ণগঞ্জ জেলা মহানগর উপজেলা পৌর ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা আনন্দে ফেটে পরেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জানান।

এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, সহ-সভাপতি ইঞ্জি.শেখ সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মানজারী আলম টুটুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব ,ফিরোজ ভূইয়া, আজমত আলী, ভিপি সোহেল, রূপগঞ্জ উপজেলা সে¦চ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের, সাধারণ সম্পাদক নাঈম ভূইয়া,সহ সভাপতি জনি, যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, মহিলা লীগের সাধারণ সম্পাদক শীলা রানী পাল, যুব মহিলা লীগের সভাপতি সেলিনা আক্তার রিতা,সাধারণ সম্পাদক ফেরদৌসী সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।