সোনারগাঁ প্রতিনিধিঃ গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে কাওসার মিয়া, সুজন মিয়া ও ওমর ফারুক নামের তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
গত রবিবার রাতে তাদের বৈদ্যেরবাজার ও পিরোজপুর ইউনিয়ন থেকে আটক করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ী কাওসার মিয়া নারায়ণগঞ্জ ফতুল্লা থানার শাসনগাঁও মুসলিম নগর এলাকার মৃত সেলিম মিয়ার ছেলে, সুজন মিয়া মেঘনা শিল্পাঞ্চলের ইসলামপুর গ্রামের গোলজার মিয়ার ছেলে ও ওমর ফারুক প্রতাবেরচর এলাকার মোখলেছ মিয়ার ছেলে।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার রাতে উপজেলা বৈদ্যেরবাজার এলাকায় অভিযান চালিয়ে কাওসারকে ৩ শতাধিক ইয়াবাসহ আটক করা হয়েছে। অপরদিকে, মেঘনা নিউ টাউনের সামনে থেকে ৪০ পিছ ইয়াবাসহ সুজন মিয়া ও ওমর ফারুককে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।