নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (১ নভেম্বর) দুপুরে মোগরাপাড়া চৌরাস্তা এলাকার পার্টি অফিসের সামনে পরিচিতি সভা ও দোয়া মাহফিল শেষে বিকেলে এ মনোনয়নপত্র জমা দেন তারা।
প্রার্থীরা হলেন, পিরোজপুর ইউনিয়নের ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সনমান্দি ইউনিয়নের জাহিদ হাসান জিন্নাহ, সাদিপুর ইউনিয়নের আব্দুর রশিদ মোল্লা, বারদী ইউনিয়নের লায়ন বাবুল, নোয়াগাঁও ইউনিয়নের আব্দুল বাতেন ও জামপুর ইউনিয়নের হুমায়ুন কবির।
এ সময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহীদ বাদল, সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. সামসুল ইসলাম ভুইয়া, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ডাক্তার আবু জাফর চৌধুরী বীরু, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী, আওয়ামীলীগ নেতা মাসুদ দুলাল, উজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য ও যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, নাসরিন সুলতানা ঝড়া, আরমান আহমেদ মেরাজ, রবিন, ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল মাহমুদ, যুবলীগের প্রচার সম্পাদক নাছির উদ্দিন সহ বিপুল সংখ্যক নেতাকর্মী।