আজ সোমবার, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সেজান কারখানায় নিহত ৪৯ দেহ ঢামেকের মর্গে

নিজস্ব প্রতিবেদক:

রূপগঞ্জে হাসেম ফুড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৩টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫টি অ্যাম্বুলেন্সে করে ৪৯টি মরদেহ ঢামেকে আনা হয়েছে। ফায়ার সার্ভিসের লিডার মোজাম্মেল হক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি উদ্ধার কাজও চালাচ্ছে ফায়ার সার্ভিস। অন্যদিকে, নিহতদের মরদেহ এরইমধ্যে ঢাকা মেডিকেল কলেজ (​ঢামেক) হাসপাতাল মর্গে নেয়া শুরু হয়েছে।

বৃহস্পতিবার ৮ জুলাই বিকেল সাড়ে ৫টার পর রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজের ফুডস ( সেজান জুস নামে পরিচিত ) ফ্যাক্টরিতে আগুন লাগে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এসেছে।