আজ বুধবার, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে মা সুফিয়া জেনারেল হাসপাতালকে অর্থ দন্ড

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মা সুফিয়া জেনারেল হাসপাতালকে দেড় লাখ টাকা অর্থ দন্ড (জরিমানা) করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নারায়ণগঞ্জ।

রোবার সকালে নগরীর আদমজী এসও রোডে সংস্থাটির সহকরী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে একটি অভিযান পরিচালিত হয়। এ সময় হাসপাতালটিতে চিকিৎসা সেবা মূল্যের তালিকা না থাকায় অর্থ দন্ড করা হয়।

অভিযান শেষে সেলিমুজ্জামান বলন, ‘অভিযানে প্রতিষ্ঠানটির কোথাও সেবা মূল্য তালিকা পাওয়া যায়নি। হাসপাতালটির অপারেশন থিয়েটার রুমে মেয়াদ উত্তীর্ণ সার্জিক্যাল ব্লেড পাওয়া গেছে এবং এখানে ৩জন আন-রেজিস্ট্রার্ড নার্স আছেন যারা রোগীদের সেবা দিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘হাসপাতলটির এসকল অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৩৯ ও ৫১ ধারায় ৫০ হাজার করে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।’