আজ মঙ্গলবার, ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে রাজু গ্রেপ্তার

সংবাদচর্চা রিপার্ট:

ডাকাতির প্রস্তুতিকালে রাজু নাম এক যুবকক গ্রপ্তার করছ সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। বুধবার তাকে ওই মামলায় নারায়ণগঞ্জ আদালত প্ররণ করল বিজ্ঞ আদালত তাক জল হাজত প্ররণ করার নির্দশ দন। এর আগ মঙ্গলবার গাদনাইলর পুরাতন আইলপাড়া থেকে তাকে গ্রপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রাজু নাসিক ৮নং ওয়ার্ড এর ছাবহান মিয়ার ছেলে।
ঘটনার বিবরণ জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানার এসআই মাসুম দীর্ঘদিন যাবৎ চিহ্নিত অপরাধী ডাকাত দল এর সদস্য ও অস্ত্রবাজ রাজুক গ্রফতার করার জন্য চষ্টা চালিয় আসছিল। ১৫ জুলাই রাত সাড় ৯টার দিক ডাকাতির প্র¯তিকাল বিশ্বস্ত সূত্র খবর পয় এসআই মাসুম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালাল হাতনাত রাজুক আটক করত সক্ষম হয়। ১৬ জুলাই বিকালে নারায়ণগঞ্জ আদালতে ডাকাতি মামলায় গ্রেপ্তার দেখিয়ে থানা পুলিশ প্ররণ করেন।
রাজুকে গ্রেপ্তার করায় থানা পুলিশকে এলাকাবাসী ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা স্বীকার করছে। এলাকায় বিভিন্ন ভুক্তভোগী ও সাধারণ জনগণ এর মধ্যে আনদ বিরাজ করছে।
উল্লখ্য, গত বছর ৫ আগষ্ট মাদক, চোরাকারবারি, ছিনতাইসহ নানা অপরাধ এর অভিযাগ নারায়ণগঞ্জ পুলিশ সুপারর কাছে স্বারকলিপি জমা দেয় নাসিক ৮ নং ওয়ার্ডবাসী। ওই স্বারকলিপি ৮ নম্বরে রাজুর নাম ছিল ।