আজ সোমবার, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে কিশোরী ধর্ষণ: নুর ইসলাম কারাগারে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ

সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকায় এক কি‌শোরী পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে আটক ধর্ষকের সহযোগী নুর ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে তাকে হাজির করা হলে এ আদেশ দেওয়া হয়। বিষয়টি সংবাদচর্চাকে নিশ্চিত করেছেন কোর্ট পরিদর্শক আসাদুজ্জামান।

এর আগে বুধবার দুপুর আড়াইটার দিকে পাঠানটুলি এলাকায়  ওই কিশোরী গার্মেন্টসে যাওয়ার সময় মুখে টেপ লাগিয়ে মোখলেস হাজীর বাড়ির ৫ তলা ভবনের একটি ফ্ল্যাটে নি‌য়ে ধর্ষণ করে সোহেল। ঘরে তালা দিয়ে বাহিরে পাহাড়া দেয় সহযোগী নুর ইসলাম।  পরে ধর্ষণের শিকার মেয়েটি রাস্তায় এসে যুবকদের বিষয়টি জানালে তারা সহযোগী নুর ইসলামকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে এলাকাবাসী। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের হয়।

ধর্ষনের সহযোগী নুর ইসলাম( ৩০) আইলপাড়া মোখলেস হাজীর বাড়ির ভাড়াটিয় ও আবুল কালামের ছেলে। পালিয়ে যাওয়া ধর্ষক সোহেল (৩২) একই এলাকার আব্দুল মজিদের ছেলে।