আজ রবিবার, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে আলী আহমদ চুনকা ঈদগায়ের উদ্বোধন করেন মেয়র আইভি

চুনকা ঈদগায়ের উদ্বোধন

 চুনকা ঈদগায়ের উদ্বোধন

 

নিজস্ব প্রতিবেদক:
সিদ্ধিরগঞ্জে আলী আহমদ চুনকা ঈদগায়ের উদ্বোধন করেন মেয়র সেলিনা হায়াত আইভি।
সোমবার বিকালে নাসিক ৮নং ওয়ার্ডের পাঠানটুলি কবরস্থান এলাকায় এই ঈদগায়ের উদ্বোধন করা হয়। আগামী রোজার ঈদকে সামনে রেখে ঈদগাটির উদ্বোধন করা হয় জানাযায়।
এর আগে পাঠানটুলি কবস্থান সংলগ্ন পুকুরের একাংশের জায়গা ভরাট করে সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে ঈদগাটি নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়।
এ পর্যন্ত প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে ঈদগাটিতে বালু ভরাট ও চারদিকে দেয়াল নির্মাণ করা হয়।
এসময় নাসিক মেয়র ডা. সেলিনা হায়াত আইভী উপস্থিত সাধারন মানুষের উদ্দেশ্যে বলেন সামনে পবিত্র ঈদুল ফিতর। এই ঈদে যাতে অত্র ওয়ার্ডের বাসিন্দারা ঈদগায়ে এসে নামাজ পড়তে পারে তাই এই ঈদগায়ের উদ্বোধন করা হয়। এই ঈদগাটি এই ওয়ার্ডের বাসিন্দাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ঈদের উপহার। ভবিষ্যতে ঈদগায়ের সাথে যে পুকুরটি রয়েছে তা খনন করে পুকুরের চারপাশ বাঁধাই করে সৌন্দর্য বর্ধন করা হবে। সেই পরিকল্পনাও আমাদের আছে। পুকুরটিকে ব্যবহার উপযোগী করে তোলা হবে।
এসময় মেয়রের সাথে উপস্থিত ছিলেন নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, ১০ নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন, ১০, ১১ ও ১২ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মিনোয়ারা বেগম, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মোল্লা, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগেরসহ সভাপতি শাহআলমসহ স্থানীয় অনেক নেতৃবৃন্দ।