আজ শনিবার, ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সারা দেশে ২২ জেলায় নতুন ডিসি নিয়োগ

সারা দেশে ২২ জেলায় নতুন ডিসি নিয়োগ

সারা দেশে ২২ জেলায় নতুন ডিসি নিয়োগসারা দেশে ২২ জেলায় নতুন ডিসি নিয়োগ

সংবাদচর্চা ডেস্ক:

ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, রংপুর, ময়মনসিংহসহ ২২ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এই নিয়োগ দেওয়া হয়। এঁদের মধ্যে ১৯ জনই নতুন। তিনজন অন্য জেলার ডিসি।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব দেওয়ান মাহবুবুর রহমান।

নরসিংদীর ডিসি ড. সুভাষ চন্দ্র বিশ্বাসকে ময়মনসিংহ, ঠাকুরগাঁওয়ের ডিসি মো. আব্দুল আওয়ালকে যশোর ও কুড়িগ্রামের ডিসি আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খানকে ঢাকার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।

নতুনদের মধ্যে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীবকে রংপুর, যশোরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মাজেদুর রহমান খানকে চাঁদপুর, স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আবুল ফজল মীরকে কুমিল্লা, গাজীপুর সিটি করপোরেশনের সচিব মো. আসলাম হোসেনকে বান্দরবান, মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈন উল ইসলামকে নেত্রকোনা, অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইফতেখার হোসেনকে সাতক্ষীরা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী আবু তাহেরকে শরীয়তপুর, ফরিদপুরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুরকে দিনাজপুর, জননিরাপত্তা বিভাগে সংযুক্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস হোসেনকে চট্টগ্রাম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব নুমেরী জামানকে সিলেট, বস্ত্র ও পাটমন্ত্রীর একান্ত সচিব মো. আখতারুজ্জামানকে ঠাকুরগাঁও, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এ. কে. এম. মামুনুর রশিদকে রাঙামাটি, জননিরাপত্তা বিভাগে সংযুক্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেনকে কক্সবাজার, স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা সরোজ কুমার নাথকে ঝিনাইদহ, জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিককে ভোলা, লালমনিরহাটের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোছা. সুলতানা পারভীনকে কুড়িগ্রাম, জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দা ফারহানা কাউনাইনকে নরসিংদী, বিদ্যুৎ বিভাগের উপসচিব মাহমুদুল কবীর মুরাদকে হবিগঞ্জ ও ঢাকা ক্যান্টনমেন্টের নির্বাহী কর্মকর্তা এস এম আব্দুল কাদেরকে রাজশাহী জেলার ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।