আজ বৃহস্পতিবার, ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাবেক ভাইস চেয়ারম্যান হারেজের উপর হামলা

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব হাবিবুর রহমান হারেজের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। গত ২৪ নভেম্বর এ মামলা দায়ের করেন হারেজের স্ত্রী যেকরিয়া বেগম। মামলার আসামীরা হলেন ব্রাহ্মণখালী এলাকার কামাল হোসেনের ছেলে বেলায়েত হোসেন, ভক্তবাড়ি এলাকার জাহের আলীর ছেলে সফিকুল ইসলাম, জাহের আলী, আলী হোসেন, আনিসুল ইসলাম, আব্দুল মতিন, রফিকুল ইসলাম, পিতলগঞ্জের মানিক আহমেদ, হাবিবনগরের কামাল হোসেন। গত ২০ নভেম্বর বেলা ১২ টার দিকে ভক্তবাড়ি মসজিদের পাশে রাস্তায় আলহাজ্ব হাবিবুর রহমান হারেজ উপস্থিত হইলে আসামিরা তাকে হত্যার উদ্দেশে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এসময় হারেজের প্যারোডা গাড়ি ভাংচুর করে প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষতি সাধন করে এবং গাড়িতে থাকা নগদ ৩ লক্ষ টাকা নিয়ে যায়। হারেজকে বাঁচাতে জিয়ারুল ও আবু সাইদ এগিয়ে আসলে তাদেরকে পিটিয়ে রক্তাক্ত জখম করে আসামীরা। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হারেজের ।
মামলা সুত্রে আরও জানা গেছে আহতদের হয়রানী করার লক্ষ্যে আসামীরা বেলায়েত হোসেন এর বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে হারেজ ও তার আত্মীয়দের দোষারোপ করছে। আগুনের ঘটনায় একজন মারা গেছে। এ আগুন লাগার আগে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান হারেজের উপর হামলা করে আসামিরা তাকে কুপিয়ে জখম করে।