বন্দর প্রতিনিধি:
মাদক দ্রব্য সেবন ও জুয়া খেলায় বাধা দেওয়ার জের ধরে দৈনিক সোজা সাপটা পত্রিকার ফটো সাংবাদিক আমির হোসেনকে হত্যার উদ্দেশ্যে বেদম পিটিয়ে জখম করার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
শুক্রবার রাতে আহত ফটো সাংবাদিক আমির হোসেন বাদী হয়ে ৭ জনকে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন।
জানা গেছে, বন্দর থানার মদনগঞ্জ ইসলামপুর এলাকার মৃত আশক আলী মিয়ার ৩ ছেলে আলম, জাহাঙ্গীর ও সেন্টু একই এলাকার হাবিব সরদারের ছেলে মাসুম, আনার মিয়ার ছেলে বাদশা একই এলাকার রমজান এবং পিএম রোড এলাকার আমির হোসেন মিয়ার ছেলে দিদারসহ বেশ কয়েকজন মিলে র্দীঘ দিন ধরে শীতলক্ষা নদীরপাড়ে মাদক সেবনসহ জুয়া খেলা এবং মাদক বহন করে আসচ্ছে।
বিষয়টি স্থানীয় ভাবে প্রকাশ পেলে মদনগঞ্জ পিএমরোড এলাকার মৃত জালাল আহাম্মেদের ছেলে বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি আমির হোসেন উল্লেখিতদের বাধা প্রদান করে।
এতে করে উল্লেখিত আসামীরা ক্ষিপ্ত হয়ে গত কদিন ধরে ফটো সাংবাদিক আমির হোসেনকে বিভিন্ন ভাবে প্রান নাশের হুমকি দামকি দিয়ে আসচ্ছে।
এ ঘটনার জের ধরে ১ জুন শুক্রবার বিকেল সাড়ে ৫টায় ফটো সাংবাদিক ইফতার কিনতে মদনগঞ্জ পিএম রোড এলাকার জনৈক মতলব মিস্ত্রির দোকানের সামনে আসলে ওই সময় উৎপেতে থাকা উল্লেখিত দুঃস্কৃতিকারীরা ক্ষিপ্ত হয়ে ফটোসাংবাদিক আমির হোসেনকে বেদম পিটিয়ে ১টি মোবাইল সেট, নগদ ৭ হাজার ৩ শ’ টাকা এবং ১ ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।
সাংবাদিক আমির হোসেনের আত্মচিৎকার শুনে স্থানীয় এলাকাবাসী ও তার স্বজনরা দ্রুত ঘটনাস্থলে এসে আহত অবস্থায় উদ্ধার নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
পরে তিনি হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে ঘটনার ওই দিন রাতে বন্দর থানায় মামলা দায়ের করেন।