আজ বৃহস্পতিবার, ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

‘সর্বজনীন পেনশন শেখ হাসিনার শ্রেষ্ঠ উপহার’

টি.আই.আরিফ
সর্বজনীন পেনশন স্কিম দেশের নাগরিকদের জন্য জননেত্রী শেখ হাসিনার শ্রেষ্ঠ উপহার বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। গতকাল তারাব পৌরসভার হাসিনা গাজী অডিটোরিয়ামে সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত অবহিতকরণ সভায় তিনি এ কথা জানান।
রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম দস্তগীর গাজী বলেন, সর্বজনীন পেনশন স্কিম আমাদের পারিবারিক ও সামাজিক সমস্যা দূর করবে। সর্বজনীন পেনশন স্কিম জননেত্রী শেখ হাসিনার শ্রেষ্ঠ উপহার। সরকারী টাকার মার নেই। সবাই নিবন্ধন করবেন। শ্রমিকদেরকে এই পেনশন স্কিমের আওতায় নিয়ে আসবেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: মাহমুদুল হক, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল ,তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিমন সরকার, রূপগঞ্জ থানার ওসি দীপক চন্দ্র সাহা, মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছসহ তারাব পৌরসভার কর্মকর্তাবৃন্দ।