আজ শুক্রবার, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সরিষার তেল কিনে গণধর্ষণের শিকার কিশোরী

দোকানে সরিষার তেল কিনতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছে ১৫ বছর বয়সী এক কিশোরী।  ২৮ আগস্ট রাতে ফতুল্লার রেলস্টেশন জোড়াপুল এলাকায় ৩ বখাটে  ঘটে এই ঘটনায়।  বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালের দিকে তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগির মা।

ফতুল্লা মডেল থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) আসলাম হোসেন জানান, বুধবার রাত ৮টার সময় জোড়াপুল এলাকার এক কিশোরী দোকান থেকে সরিষার তেল কিনে বাসায় ফেরার পথে স্থানীয় বখাটে শান্ত, শুভ ও রাজন নামে ৩ জন পথরোধ করে। এরপর কিশোরীকে পাশের একটি ঝোঁপে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে তারা পালিয়ে যায়। এ অভিযোগে মামলা গ্রহন করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।