দোকানে সরিষার তেল কিনতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছে ১৫ বছর বয়সী এক কিশোরী। ২৮ আগস্ট রাতে ফতুল্লার রেলস্টেশন জোড়াপুল এলাকায় ৩ বখাটে ঘটে এই ঘটনায়। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালের দিকে তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগির মা।
ফতুল্লা মডেল থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) আসলাম হোসেন জানান, বুধবার রাত ৮টার সময় জোড়াপুল এলাকার এক কিশোরী দোকান থেকে সরিষার তেল কিনে বাসায় ফেরার পথে স্থানীয় বখাটে শান্ত, শুভ ও রাজন নামে ৩ জন পথরোধ করে। এরপর কিশোরীকে পাশের একটি ঝোঁপে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে তারা পালিয়ে যায়। এ অভিযোগে মামলা গ্রহন করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।