সংবাদচর্চা রিপোর্ট:
রূপগঞ্জের তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী , কাঞ্চন পৌরসভার মেয়র দেওয়ান আবুল বাশার বাদশাকে তাদের মেয়র পদ থেকে অপসারণ করেছে অন্তর্বতী সরকার । স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর স্থানীয় সরকার বিভাগ (পৌর শাখা-১ ) গত ১৮ আগস্ট তাদেরকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে। উপসচিব মাহবুব আলম এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।
প্রসঙ্গত মেয়র হাছিনা গাজী রূপগঞ্জ উপজেলা মহিলা লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের স্ত্রী।
গত ২৬ জুন কাঞ্চন পৌরসভার মেয়র নির্বাচিত হন দেওয়ান আবুল বাশার বাদশা । গতকাল সকালে বাদশা পৌরসভায় গিয়ে তার দায়িত্ব বুঝে নেন। বাদশা দায়িত্ব বুঝে নেওয়ার কিছু সময় পর খবর পান তাকে অপসারণ করা হয়েছে। তিনি কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি।
আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী, গোপালদী পৌরসভার মেয়র হালিম শিকদারকে অপসারণ করা হয়েছে।
একইদিনে রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমানকে অপসারণ করেছে অন্তর্বতীকালীন সরকার।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর স্থানীয় সরকার বিভাগ (উপজেলা শাখা-১ ) গত ১৮ আগস্ট প্রজ্ঞাপন জারি করেছে। উপসচিব আকবর হোসেন এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।