আজ সোমবার, ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সকলেই দুর্গোৎসবে মেতে উঠতে হবে: কাজী মনির

সংবাদচর্চা রিপোর্ট :

তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র সভাপতি কাজী মনিরুজ্জামান বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি সকলকে বজায় রাখতে হবে। ধর্ম যার যার, উৎসব সবার। সকলেই দুর্গোৎসবে আনন্দ-উল্লাসে মেতে উঠতে হবে। এ সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা নিতে হবে। সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে ঐক্য, সংহতি ও পারষ্পরিক সহযোগীতা থাকতে হবে। মানবসমাজে শান্তি প্রতিষ্ঠায় সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব অপরিসীম।  ১১অক্টোবর শুক্রবার দুর্গোৎসবের অষ্টমী তিথীতে দেবীর আমন্ত্রণে আয়োজিত রূপগঞ্জের গোলাকান্দাইল, রূপগঞ্জ ও দাউদপুর ইউনিয়নের মন্ডপে মন্ডপে তিনি প্রতিমা পরিদর্শন করেন। পরে মুড়াপাড়া শ্রী শ্রী গোপাল গিরিধারী মন্দিরে প্রতিমা পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। আমন্ত্রিত আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি পবিত্র রঞ্জন ।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মন্দিরর কমিটির তারাবো পৌর বিএনপি’র সাবেক সভাপতি নাসির উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছা সেবকদলের আহবায়ক মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আমিরুল ইসলাম ইমন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবু ভুঁইয়া মাছুম, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট জাকির হোসেন, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আমজাদ হোসেন, সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব আকিব হাসান, রূপগঞ্জ উপজেলা জিয়ামঞ্চের সভাপতি জজ মিয়া, বিএনপি নেতা আব্দুল মান্নান পারভেজ, রমজান আলী, শুক্কুর আলী, আলী হোসেন প্রমুখ।
পরে সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।