আজ বৃহস্পতিবার, ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদপত্র হকারদের মাঝে ঈদ উপহার বিতরণ সংবাদচর্চার

সংবাদচর্চা রিপোর্ট

নারায়ণগঞ্জের বহুল ও সর্বাধিক প্রচারিত পত্রিকা দৈনিক সংবাদচর্চার পক্ষ থেকে সংবাদপত্র হকারদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকালে নারায়ণগঞ্জ রেলওয়ে ষ্টেশন প্লাটফর্মে এ ঈদ উপহার বিতরণ করা হয়।
নারায়ণগঞ্জ সংবাদপত্র হকারদের প্রত্যেকের মাঝে চাউল, সেমাই, দুধ, চিনি বিতরণ করা হয়। এসময় পত্রিকার সম্পাদক ও প্রকাশকের পক্ষে উপস্থিত ছিলেন পত্রিকার ব্যবস্থাপক মাঈনুল হাসান রোমান।
এসময় হকাররা বলেন, সংবাদচর্চা পত্রিকা সবসময় হকারদের কথা চিন্তা করে। তারই ধারাবাহিকতায় আজ আমাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে। যা পেয়ে আমরা সকলেই আনন্দিত। একইসাথে তারা পত্রিকার সমৃদ্ধি কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির সভাপতি জয়নাল আবেদিন, সহ-সভাপতি মো. শিবলু, সাধারণ সম্পাদক রবি হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. নাসির, কোষাধ্যক্ষ লিটন, সদস্য সোহেল, জুলহাস, শাহাদাত, নয়ন প্রমুখ।