আজ বুধবার, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদপত্র এজেন্ট হাজী আলমাছ আর নেই

সংবাদপত্র এজেন্ট হাজী

সংবাদপত্র এজেন্ট হাজী

 

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জে সংবাদপত্র এজেন্ট হাজী মোঃ আলমাছ আলী আর নেই (ইন্নালিল্লাহ ওয়া….রাজিউন)। শনিবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টায় বন্দরের কলাবাগ ঝাউতলা এলাকার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ৪ মেয়ে, নাতী-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহি রেখে গেছেন। শনিবার বিকেলে ঝাউতলা হাফেজীবাগ কবরস্থানে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
মরহুম আলমাছ আলীর ছেলে মোঃ হানিফ জানান, গত ২ বছর আগে ব্রেন স্ট্রোক করে তিনি শয্যাশায়ী ছিলেন। ১৯৫২ সাল থেকে সংবাদপত্র এজেন্টের ব্যবসার সঙ্গে তিনি জড়িত।
তার মৃত্যুতে নারায়ণগঞ্জ হকার্স সমিতি, নারায়ণগঞ্জ প্রেসক্লাব, সাংবাদিক সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখা গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।