আজ বৃহস্পতিবার, ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদচর্চা সাংবাদিকদের পিপিই দিলেন ব্যবসায়ী রফিক

নিজস্ব সংবাদদাতা
দৈনিক সংবাদচর্চায় কর্মরতদের জন্য পার্সোনাল প্রটেকশন ইকুভমেন্ট (পিপিই) প্রদান করেছেন তারাব পৌরসভার বিশিষ্ট ব্যবসায়ী আশরাফী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম। রোববার (৫ এপ্রিল) দুপুরে দৈনিক সংবাদচর্চা নারায়ণগঞ্জ অফিসে এসে এ সুরক্ষা সামগ্রী দেন তিনি।
এ সময়ে ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, করোনা ভাইরাসে দেশের এ সংকটময় মুহূর্তে জীবনবাজি রেখে কাজ করছেন সাংবাদিকরা। গণমাধ্যম অফিস খুলে রেখে তারা মানুষের প্রয়োজনে তথ্য দিচ্ছে। যা দেখে ও শুনে সচেতন হচ্ছে মানুষ। তাই আমি মনে সাংবাদকর্মীদের সুরক্ষার দরকার আছে।

এ সময়ে উপস্থিত ছিলেন দৈনিক সংবাদচর্চা’র প্রকাশক ও সম্পাদক মো. মুন্না খান, বার্তা সম্পাদক আনোয়ার হাসান। আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মাইনুল হাসান রোমান, বিল্লাল আহমেদ, রায়হান কবির নিলয়, সৈয়দ মো. রিফাত, সাইফুল সুমন, রেদোয়ার আরিফ, নুর ইসলাম প্রমুখ।