আজ রবিবার, ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

শেখ মুজিবের নেতৃত্বে ব্যালট ছিনতাই হয়েছে : কাজী মনির

টি.আই.আরিফ:
বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য , বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান বলেছেন, দেশ স্বাধীনের পর ১৯৭৩ সালে জাতীয় সংসদ নির্বাচনে শেখ মুজিবের নেতৃত্বে ভোটের ব্যালট ছিনতাই হয়েছে। সেই নির্বাচনে দাউদকান্দীতে ব্যালট ছিনতাই করে খন্দকার মোশতাক আহমেদকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। রাজনৈতিক নেতারা কথা রাখেনি। আমরা গণতন্ত্র চাই। আমরা দ্রুত নির্বাচন চাই।
গতকাল রূপগঞ্জের দক্ষিণ রূপসীতে ’চব্বিশের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ” ও আমাদের রাজনৈতিক দায়িত্ব ও কর্তব্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাজী মনির আরও বলেন, রূপগঞ্জে কোন মাস্তানের স্থান হবে না। রূপগঞ্জ হবে শান্তির।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব নাসির উদ্দিন, তারাব পৌরসভার সাবেক মেয়র সফিকুল চৌধুরী, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহাবুব রহমান, জেলা কৃষক দলের সভাপতি শাহিন মিয়া, জুলাই যোদ্ধা ও তারাব পৌর যুবদলের সদস্য সচিব কাজী আহাদ,বিএনপি নেতা আলী আকবর, দেওয়ান মোহাম্মদ, সাবেক ছাত্রদল নেতা মোশারফ হোসেন, আমিনুল ইসলাম, বায়েজিদ প্রধান, আবু মাসুম, সুলতান আহমেদ ।