আজ শুক্রবার, ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পুনরায় শুভেচ্ছাদূত মিম

শুভেচ্ছাদূত

পুনরায় শুভেচ্ছাদূত মিমশুভেচ্ছাদূত

বিনোদন:অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন, বিভিন্ন কোম্পানির শুভেচ্ছাদূত হিসেবেও কাজ করেন এই নায়িকা। ধারাবাহিকতায় সম্প্রতি হোম টেক্স নামের একটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হলেন মিম।আগামী এক বছরের জন্য প্রতিষ্ঠানটির পণ্যের প্রচারে কাজ করবেন তিনি। শিগগিরই এর বিজ্ঞাপনও নির্মাণ করা হবে।

সিনেমা নিয়ে তুমুল ব্যস্ত্ম রয়েছেন লাক্স সুন্দরী বিদ্যা সিনহা মিম। সম্প্রতি ইউটিউবে তার অভিনীত ‘আমি নেতা হব’ ছবির ‘লাল লিপস্টিক’ গানটি প্রকাশিত হয়েছে। সামগ্রিকভাবে গানটি দর্শকের মনে দাগ না কাটলেও মিমের নাচ নজর কেড়েছে।

এ প্রসঙ্গে মিম বলেন, ‘প্রতিষ্ঠানটির পণ্য এবং তাদের শর্ত আমার পছন্দ হয়েছে। তাই তাদের সঙ্গে এক বছরের জন্য চুক্তি করেছি। এ বছর প্রতিষ্ঠানটির কয়েকটি বিজ্ঞাপনেও অংশ নেয়ার কথা আছে।’
মিম এর আগেও কয়েকটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করেছেন। এদিকে তার অভিনীত ‘পাষাণ’ ছবিটি সেন্সরে জমা দেয়া হয়েছে। সেন্সর পাওয়ার পরই এর মুক্তির তারিখ চূড়ান্ত্ম করা হবে। এতে মিমের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ওম।
অন্যদিকে, শাকিবের বিপরীতে মিমের ‘আমি নেতা হব’ ছবিটি ভাষা দিবস উপলক্ষে মুক্তি পাবে।