বন্দর প্রতিনিধি:
নিখোঁজের ২ দিন পর নারায়ণগঞ্জের বন্দরে শীতালক্ষা নদীতে হোসিয়ারী শ্রমিক কামাল হোসেনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে নগরীর সৈয়দপুর কয়লাঘাট এলাকায় লাশ ভেসে উঠলে ফায়ার সার্বিস ও নৌ-পুলিশ উদ্ধার করে।
নিহত কামাল হোসেন সদর উপজেলার কাশীপুর খিলমার্কেট এলাকার মৃত রহমান মিয়ার ছেলে। নিহত কামাল নয়ামাটি এলাকায় হোসিয়ারি শ্রমিক হিসেবে কাজ করতো।
নারায়ণগঞ্জ সদর নৌ-পুলিশের ওসি নেওয়াজ উদ্দিন জানান ,কামাল হোসেনের লাশ ভেসে উঠলে তা উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, নিহত কামালের লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে। গত শুক্রবার রাতে বন্দর থেকে ট্রলার যোগে নদী পার হবার সময় কার্গো জাহাজের সঙ্গে সংঘর্ষের আশস্কায় কামাল ও তার বন্ধু সুমন ট্রলার থেকে লাফ দিয়ে নদীতে পরে। সুমনকে উদ্ধার করা হলেও কামাল নিখোঁজ ছিল।