আজ শুক্রবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোপা নিয়ে দেশে ফিরলেন মাশরাফি

ত্রিদেশীয় সিরিজ জিতে ব্যক্তিগত কারণে দেশে ফিরেছে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। কিন্তু দেশে ফিরে সাংবাদিকদের সামনে ত্রিদেশীয় সিরিজ জয়ের ব্যাপারে নিজের প্রতিক্রিয়া জানাননি টাইগার অধিনায়ক।

শনিবার (১৮ মে) দিবাগত রাত পৌনে ১২টার দিকে বিমান বন্দরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল ও বোর্ড পরিচালকরা মাশরাফিকে ফুলেল সংবর্ধনা জানান।

আয়ারল্যান্ড সিরিজে দলে সুযোগ পাওয়া পসার তাসকিন আহমেদ, নাঈম হাসান, ফরহাদ রেজা ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও সাথে ছিলেন। সব কিছু ঠিক থাকলেও, ২২মে দলের সাথে যোগ দিতে আবারো ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে, দলের সব ক্রিকেটার না ফেরায় আনুষ্ঠানিকভাবে অনুভূতি প্রকাশ করতে রাজি হননি মাশরাফি।

অধিনায়ক বলেন, ‘পুরো টিম আসেনি। আমি এসেছি ছুটিতে। এটা (প্রতিক্রিয়া দেয়া) ঠিক হবে না। মেইন প্লেয়ার যারা খেলেছে, মাঠে কষ্ট করেছে। তারা এখানে থাকা ডিজার্ভ করে। এটা টিমের অর্জন। অন্তত এই টুর্নামেন্ট নিয়ে কথা বলতে গেলে, পুরো টিম থাকলে কথা বলাটা আমার জন্য ঠিক হতো। ওরা না থাকায় খেলা নিয়ে কথা বলতে আমার ভালো লাগছে না। আমার মনে হয়, ওরা থাকরে আমি ভালো অনুভব করতাম।’