আজ মঙ্গলবার, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শামীম মাহবুবের দাফন সম্পন্ন

সংবাদচর্চা রিপোর্ট :

রূপগঞ্জের রূপসী বাগবাড়ি নিবাসী, সোনারগাঁও ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টি শামীম মাহাবুব ইন্তেকাল করিয়াছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
শুক্রবার জুমার নামাজের সময় রাজধানীর আজগর আলী হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরেই ক্যান্সার আক্রান্ত ছিলেন। শামীম মাহাবুব বেসরকারি পলিটেকনিক ইন্সটিটিউট মালিক সংগঠনের সাধারণ সম্পাদক । মরহুমের প্রথম জানাজার নামাজ শুক্রবার বাদ এশা বেইলী রোডের জারা টাওয়ারে অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১০টায় মরহুমের দ্বিতীয় জানাজার নামাজ রূপগঞ্জের রূপসী বাস স্ট্যান্ডাস্থ জানাজা মাঠে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান খান, তারাব পৌরসভার সাবেক মেয়র শফিকুল চৌধুরী, রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর আব্দুল আলীমসহ অনেকে।
জানাযার নামাজ শেষে মরহুমের লাশ রূপসী কবরস্থানে দাফন করা হয়।

সর্বশেষ সংবাদ