নিজস্ব প্রতিবেদক:
শামীম ওসমানকে ঠেকাতে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসন থেকে আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনেছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহিদ বাদলের স্ত্রী নাহিদা বেগম। আজ তিনি মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। তিনি নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক ভিপি। শেষ খবর পাওয়া পর্যন্ত নারায়ণগঞ্জ ৪ আসনে দুই জন মনোনয়ন পত্র কিনেছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ আগামী ২৩ ডিসেম্বর। মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ১৯ নভেম্বর। প্রার্থীদের মনোনয়নপত্র বাঁছাইয়ের শেষ তারিখ ২২ নভেম্বর এবং প্রার্থীতা প্রত্যাহারে শেষ তারিখ ২৯ নভেম্বর।