আজ শনিবার, ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শহরে মহানগর যুবলীগের বর্নাঢ্য র‍্যালী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বর্নাঢ্য র‍্যালী করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগ।

বৃহস্পতিবার ১৮ই মার্চ বিকেলে মহানগর যুবলীগের সভাপতি শাহাদৎ হোসেন সাজনুর নেতৃত্বে নগরীর চাষাড়া থেকে এ র‌্যালি বের করা হয়।

উত্তর চাষাড়া থেকে শুরু হওয়া র‍্যালীটি নগরীর প্রধান সড়ক বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিন করে। পরে শহরের দুই নং রেল গেইটস্থ জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে বক্তব্য রাখেন যুবলীগ ও আওয়ামীলীগের নেতৃবৃন্দরা।

এসময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, সংগঠনিক সম্পাদক জাকিরুল ইলম হেলাল, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল হোসেন প্রমুখ।