আজ বুধবার, ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শহরময় সেনা সদস্যের টহল

আ. শুভ

করোনা ভাইরাস প্রতিরোধ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের পাশাপাশি নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন স্থানে টহল দিচ্ছেন সেনা সদস্যরা। ৮ এপ্রিল সকালে সেনা বাহিনীর টহল গাড়ি মাকিং করতে দেখা গেছে। সেনা সদস্যরা জনগনকে ঘরে থাকার জন্য বলছেন। কেউ বাইরে এলে তাকে ঘরে পাঠাচ্ছেন সেনা সদস্যরা।

এর আগে মঙ্গলবার রাতে আইএসপিআর এ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নারায়নগঞ্জ জেলাকে সর্ম্পূণরূপে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হলো। তবে জরুরী পরিসেবা যেমন চিকিৎসা, খাদ্যদ্রব্য সরবরাহ ইত্যাদি এর আওতাবহিভুর্ত থাকবে। অসামরিক প্রশাসন, সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে সমন্বয়ের মাধ্যমে সম্মিলিতভাবে এ দায়িত্ব পালন করবে।