আজ শুক্রবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিশ্বকাপে ফাইনালে হেরে যাওয়ার কারণ জানালেন রোনালদো

রোনালদো

রোনালদো

সংবাদচর্চা ডেস্ক:

ফুটবল মানেই ব্রাজিল ,ব্রাজিল মানেই ফুটবল।ফুটবলে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ফাইনাল হারিয়ে প্রতিপক্ষকে কাঁদিয়েছে আর নিজেরা কেঁদেছে খুশিতে। তবে ফাইনাল হেরে ব্রাজিলকেও কাঁদতে হয়েছে। ১৯৯৮ বিশ্বাকপে যেমন ফ্রান্সের কাছে হেরেছিল ব্রাজিল। সেই ফাইনালে অনিশ্চিত ছিলেন ব্রাজিলের তারকা খেলোয়াড় রোনালদো। আসরের সেরা খেলোয়াড় হলেও ফাইনালে বিবর্ণ ছিলেন তিনি! আর তা নিয়ে যা না তাই ছাপা হয় খবরের কাগজে। সেই বিশ্বকাপে কী হয়েছিল জানালেন রোনালদো নিজে।

৯৮ সালে খেলতেন ইন্টার মিলানের হয়ে। লিগে ৩৪ গোল করে দারুণ ফর্মে থাকা রোনালদো গেলেন বিশ্বকাপ খেলতে। ১৯৯৪ সালে শিরোপা জেতা ব্রাজিল সেবারও ছিল টপ ফেবারিট। রোনালদোর গোলেই ফাইনালে ওঠে ব্রাজিল। কিন্তু ফাইনালে তার খেলা অনিশ্চিত হয়ে পড়ে। কারণ ইনজুরি। ফুটবল বিষয়ক সংবাদ মাধ্যম ‘ফোরফোরটু’ এর ফিল্ম ‘রোনালদো রিডেম্পশনে’-এ নিয়ে ব্যাখ্যা দিয়েছেন তিনি।

রোনালদো বলেন, ‘আমি ইনজুরিতে ছিলাম। দুপুরের খাওয়ার পর একটু বিশ্রাম করবো ভাবলাম। কিন্তু আমাকে বিশেষ খবর দিয়ে ডাকা হলো। দলের সব খেলোয়াড় আমাকে ঘিরে ধরেছে। আমি জানি না, তারা আমাকে কী বলবে, কী হতে যাচ্ছে। আমি তাদেরকে বললাম, তারা যদি অন্য কোথাও যেয়ে কথা বলে তবে ভালো হয়। আমি একটু ঘুমুতে চাই। তখন আমাকে বলা হলো হোটেলের বাগানে যেতে এবং হাঁটতে। দলের ডাক্তার আমার সঙ্গে পুরো ব্যাপারটা বর্ণনা করলেন। আমি বললাম, ফ্রান্সের বিপক্ষে ফাইনাল খেলতে পারবো না।’ রোনালদো

কিন্তু পরে রোনালদোকে ফাইনাল খেলতে হলো। তার চেয়ে বড় কথা হলো রোনালদো নিজে থেকেই ১৯৯৮ বিশ্বকাপের ফাইনাল খেললেন। এ বিষয়ে তিনি বলেন, ‘মেডিকেল রিপোর্টে কোন সমস্যা ধরা পড়িনি। তারপরও কোচের কাছে বার্তা পাঠানো হলো আমি খেলতে পারবো না। আমার হাতে মেডিকেল রিপোর্ট ছিল। আমি কোচকে নিয়ে দেখালাম এবং তাকে বললাম আমি খেলতে চাই।’

‘কোচকে এও বললাম আমার তো কোন সমস্যা নেই। এই আমার মেডিকেল রিপোর্ট। কোচ আমার কথায় আশ্ব্স্ত হলেন। আমাকে খেলানো ছাড়া তার হাতে কোনো বিকল্পও ছিল না। যে কোন কারণেই হোক, আমার দেশের প্রতি দায়িত্ব ছিল। আমি সেটা হারাতে চাইনি। ওই ফাইনাল আমার জীবনের সেরা ম্যাচগুলোর একটা হয়নি। তবে আমি আমার দায়িত্ব ঠিকঠাক পালন করতে মাঠে নেমিছিলাম’- বলেন রোনালদো।

রোনালদোসহ পুরো দল সেবার ব্রাজিলের হয়ে ভালো খেলতে পারেনি। আসল কথা হলো ফাইনালে জিততে না পারা এবং ৩-০ ব্যবধানে হারা কখনো ব্রাজিলের কাছে ভালো খেলা বলে বিবেচিত হয়না। রোনালদোকে নিয়ে ব্রাজিলের মিডিয়ায় বিভিন্ন কথা উঠে গেল।

ব্রাজিলের প্রথম সারির একটি সংবাদ মাধ্যমে ছাপানো হলো, রোনালদো ফাইনালের আগে মানসিকভাবে দুর্বল ছিলেন। কেউ লিখলো, রোনালদো ফাইনালে আগে হতাশায় ছিলেন। রোনালদো দেয়ালের সঙ্গে মোটরসাইকেল মেরে দিয়েছেন- এমন অনেক কথা শোনা গেল। সাবেক প্রেমিকার সঙ্গে আবার বনিবনা হয়ে যাওয়া এবং শারীরিক সম্পর্ক রোনালদোর এমন খেলার কারণ বলেও অভিযোগ উঠলো। এমনকি ব্রাজিল ২৩ মিলিয়ন ইউএস ডলারে ফাইনালের শিরোপা বিক্রি করে দিয়েছে বলেও খবর বেরুল। কিন্তু সবই গুজব; দাবি ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা রোনালদোর। সূত্র: ফোরফোরটু