আজ সোমবার, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জ মুক্ত দিবসে দোয়া


সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জ শত্রু মুক্ত দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ১৩ ডিসেম্বর) রূপগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করে রূপগঞ্জ উপজেলা প্রশাসন। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহানের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত নারায়ণগঞ্জ -১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভূঁইয়া। এসময় সহকারী কমিশনার (ভূমি) আফিফা খাঁন, রূপগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা এইচএম জসিম উদ্দিন, রূপগঞ্জ উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমান উল্লাহসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ ও জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত ১৯৭১ সালের ১৩ ডিসেম্বর রাজধানীর পার্শ্ববর্তী রূপগঞ্জ শত্রু মুক্ত হয়। মুক্তিযোদ্ধা ও স্থানীয় জনতার প্রতিরোধের মুখে পাকিস্তান হায়েনার দল রূপগঞ্জ ছেড়ে কুমিল্লা জেলা অভিমুখে পালিয়ে যায়। একটি সুত্রের মাধ্যমে জানা গেছে, ৯ মাস মুক্তিযুদ্ধে রূপগঞ্জে ১১ জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন। যাদের নামের তালিকাসহ রূপগঞ্জ উপজেলা চত্বরে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। তাছাড়া ১৯৭১ সালের ১৩ ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধারা রূপগঞ্জকে শত্রু মুক্ত ঘোষণা করেছিলো।
গতকাল রূপগঞ্জ মুক্ত দিবসের আলোচনা সভায় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী রূপগঞ্জের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি বলেন, বাংলাদেশকে মেধাশূন্য করতে পাকিস্তানের হায়েনার দল এদেশের রাজাকারদের সহায়তায় ১৪ ই ডিসেম্বর রাতে আধারে নির্মমভাবে বুদ্ধিজীবীদের হত্যা করেছে। আমি সেই বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করছি।