সংবাদচর্চা রিপোর্ট: শেষ হয়েছে এসপি কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট। নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে শনিবার জমজমাট আয়োজনে শ্রেষ্ঠত্ব অক্ষুন্ন রাখলো রূপগঞ্জ থানার দুটি দল। অনুষ্ঠানে বিজয়ী দুটি দল ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম। এসময় জেসমিন কেকাসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও তাঁদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।
জানা গেছে ফাইনাল খেলায় ইন্সপেক্টর থেকে এসপি পদমর্যাদা (সিনিয়র) গ্রুপে পুলিশ অফিস দল এবং রূপগঞ্জ থানা সেমিফাইনাল বিজয়ী দল অংশগ্রহণ করেন। এছাড়া কনস্টেবল থেকে এসআই (জুনিয়র) গ্রুপেও পুলিশ অফিস দল এবং রূপগঞ্জ থানা সেমিফাইনাল বিজয়ী দল অংশগ্রহণ করেন। উভয় গ্রুপে রূপগঞ্জ থানা পুলিশ ব্যাডমিন্টন দল সেরা নৈপুণ্য প্রদর্শন করে হাড্ডাহাড়ি লড়াই শেষে বিজয়ের ট্রফি অর্জন করেন। সিনিয়র গ্রুপে ম্যান অব দি সিরিজ অতিরিক্ত পুলিশ (সদর দপ্তর) সুভাস চন্দ্র সাহা এবং ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন ওসি রূপগঞ্জ থানা মাহমুদুল হাসান। জুনিয়র গ্রুপে ম্যান অব দি সিরিজ পুলিশ অফিসের কনস্টেবল আল মামুন এবং ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন রূপগঞ্জ থানার কনস্টেবল মোঃ নুরুল আমিন।