আজ সোমবার, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জ উপজেলা পরিষদের বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:

রূপগঞ্জ উপজেলা পরিষদ ২০২১-২০২২ অর্থ বছরের ১৭ কোটি ৬২ লক্ষ টাকার বাজেট ঘোষণা করেছে।

বুধবার ২৩ জুন উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উন্মুক্ত বাজেট আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান ভুঁইয়া।

সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ্ নুসরাত জাহান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুর রহমান, উপজেলা প্রকৌশলী জামাল উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন ও সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন প্রমুখ।

উল্লেখ কৃষি, শিক্ষা, স্বাস্থ্য খাতে এবার রূপগঞ্জে বরাদ্দ বাড়ছে।