আজ সোমবার, ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি রিয়াজ গ্রেফতার

সংবাদচর্চা রিপোর্ট :
নিষিদ্ধ ছাত্র সংগঠন রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি তানজির আহম্মেদ খান রিয়াজকে (৩৫) গ্রেফতার করেছে যৌথবাহিনী । বৃহস্পতিবার ২৪ অক্টোবর  রাত ১১ টার দিকে রূপগঞ্জের তারাব পৌরসভার রূপসী স্লোইসগেট গ্রামের তার শ্বশুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। হত্যা, চাদাঁবাজী,মারামারী, লুটপাট, অস্ত্রসহ তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।

রিয়াজের বাড়ি তারাব পৌরসভার রূপসী গ্রামে। তার পিতার নাম রবিউল ইসলাম খান। রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী রিয়াজের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার শ্বশুর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বাড়িটি ঘিরে রাখা হয়েছিলো।