আজ মঙ্গলবার, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জ উপজেলা আ.লীগের সহ-সভাপতি ডা:শওকত আলীর ইন্তেকাল

সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তারাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা: শওকত আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)।

গত রাত ১০টায় রাজধানীর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকি’সাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে ডা: শওকত আলী দুই কন্যা ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের প্রথম জানাযার নামাজ আজ সকাল ১০টায় বিএমএ ভবন জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাযার নামাজ বাদ জোহর গন্ধর্বপুর হাইস্কুল মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। দুই দফা জানাযার নামাজ শেষে গন্ধর্বপুর পারিবারিক কবরস্থানে বাবা মার কবরের পাশে ডা: শওকত আলীর লাশ দাফন করা হবে। উল্লেখ্য ডা: শওকত আলী বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের আজীবন সদস্য ছিলেন। এছাড়া ঢাকা মেডিকেল কলেজের ছাত্র সংসদের জি এস ছিলেন ।