নিজস্ব প্রতিবেদক: রূপগঞ্জে জাতীয় পরিবহন শ্রমিকলীগের আয়োজনে এক মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় সাওঘাট সিএনজি স্ট্যান্ডে ইয়াছিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন হাজী মোঃ বেলায়েত হোসেন ভূঁইয়া (বীর মুক্তিযোদ্ধা)। এছাড়াও উপস্থিত ছিলেন শাহ মোঃ মোবারক হোসেন খাঁন শাহিন, আবু জাবের বাবুল, শাহ আলম, দুলাল, নেওয়াজ রফিক, তালাল প্রমূখ।
স্ট্যান্ড সূত্রে জানা যায়, সাওঘাট সিএনজি স্ট্যান্ড নিয়ে সভাপতি দেলোয়ার হোসেন ও তার আপন ভাতিজা আবুল হোসেনের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিল। বিরোধ ঠেকাতে আবুল হোসেনকে এই সিএনজি স্ট্যান্ডের সাধারণ সম্পাদক পদ থেকে বহিস্কার করার নির্দেশ দেন মাননীয় মন্ত্রী। মন্ত্রীর সেই নির্দেশ মোতাবেক চাচা-ভাতিজার বিরোধ মীমাংসাটি সিএনজি চালকদের মাঝে জানিয়ে দিতে এ মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে হাজী মোঃ বেলায়েত হোসেন ভূঁইয়া (বীর মুক্তিযোদ্ধা) বলেন, জাতির জনকের গঠিত শ্রমিকলীগ সংগঠনটি শক্তিশালী করতে বস্ত্র ও পাট মন্ত্রী গাজী গোলাম দস্তগীর (বীরপ্রতীক) আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা তার সাথে এক হয়ে এই শ্রমিকলীগকে আরো শক্তিশালী করবো। সাওঘাট সিএনজি স্ট্যান্ডের শ্রমিকদের নেতৃত্বের বিরোধ ঠেকাতে আগামী অক্টোবর মাসে নির্বাচনের মধ্য দিয়ে নতুন কমিটি তৈরি করা হবে। আর নির্বাচনের আগ পর্যন্ত স্ট্যান্ড পরিচালনার দায়িত্ব দেয়া হয় ৪ সদস্য বিশিষ্ট কমিটিকে। এর মধ্যে রয়েছে বর্তমান সভাপতি দেলোয়ার হোসেন, ইয়াছিন মোল্লা, শাহ আলম ও শাহ নেওয়াজ রফিক।