আজ বৃহস্পতিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক:

দলের গঠনতন্ত্র পরিপন্থী, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় রূপগঞ্জ থানার তারাবো পৌর বিএনপি’র সহ-সভাপতি আব্দুল মতিন কমিশনারকে বহিষ্কার করা হয়েছে।

‌গত মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের স্বাক্ষরিত এক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গঠনতন্ত্র পরিপন্থী, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, বিধি ভঙ্গের সুস্পষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানার তারাবো পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল মতিন কমিশনারকে দলের সকল পদ পদবী থেকে স্থায়ী অব্যাহতি প্রদান করা হয়েছে। তার সাথে দলের কোন সম্পর্ক থাকবে না। দুষ্কৃতিকারীদের কোন প্রকার অপকর্মের দায় দল নেবে না। আমরা আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল। প্রশাসনের সকল পর্যায়ে সর্বাত্মক সহযোগিতায় আমরা সদা সচেষ্ট।