সংবাদচর্চা রিপোর্ট: নারায়নগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়া বিশ্ববিদ্যালয়ের স্নাতোকোত্তর কোর্সে অভাবনীয় ফলাফল করায় শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামের এ সংবর্ধনা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, গেজেটভুক্ত সমাজসেবক লায়ন মোজাম্মেল হক ভুইয়া, মুড়াপাড়া বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ গোলাম মোস্তফা, শফিকুর রহমান, তুষার খান, মঞ্জুরুল ইসলাম,সাজ্জাদুল করিম, শিক্ষার্থী সাইদুর রহমান, মিল্লাত হোসেন, রবিউল ইসলাম, ভালু রানী সহ অন্যান্য শিক্ষার্থীবৃন্দ। মুড়াপাড়া বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক পরীক্ষায় ২১ জনের মধ্যে ১৮ জন প্রথম বিভাগ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।