নবকুমার: সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। রবিবার সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪ টা পর্যন্ত। নারায়ণগঞ্জ ১ আসনে মোট ভোটার ৩ লক্ষ ৪৯ হাজার ৮শ ১২ জন। তার মধ্যে নারী ভোটার রয়েছে ১ লক্ষ ৭১ হাজার ৩ শ ৯৯ জন। ১২৭ টি ভোট কেন্দ্র ভোট গ্রহণ করা হয়।
এবারের নির্বাচনে নারায়ণগঞ্জে ১ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন। আওয়ামী লীগের হয়ে লড়েছেন বর্তমান সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। বিএনপির হয়ে লড়েছেন জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান। বিএনপির পক্ষ থেকে কোন ধরণের অভিযোগ করা হয় নাই।এখন চলছে ভোট গণনার কাজ।