আজ রবিবার, ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে মহিলা লীগের সহ-সভাপতি গ্রেপ্তার

সংবাদচর্চা রিপোর্ট:
রূপগঞ্জে অপারেশন ডেবিলহান্ট অভিযানে রূপগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসরিন আক্তার চম্পাকে গ্রেফতার করেছেন পুলিশ। সোমবার দুপুরে দাউদপুর এলাকা থেকে রূপগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে। রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ছাত্র আন্দোলনের বিপক্ষে তার অবস্থান ছিলো। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী মামলা আছে। আমরা তাকে সেই মামলায় গ্রেফতার করেছি। আসামিকে কোর্টে চালান করে দেওয়া হয়েছে।
কোর্টে চালান করে দেওয়ার সময় গ্রেফতারকৃত আসামি নাসরিন আক্তার চম্পাকে জয় বাংলা শ্লোগান দিতে দেখা যায়।