সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জ ১ আসনে (রূপগঞ্জ) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের জামানত হারিয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান,জাতীয় পার্টির প্রার্থী আজম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত প্রার্থী ইমদাদুল্লাহ হাসেমী ,
বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির মনোনিত প্রার্থী মনিরুজ্জামান চন্দন , স্বতন্ত্র প্রার্থী হিসেবে রেহান আফজাল , হাবিবুর রহমান হাবিব , জাকের পার্টির মনোনিত প্রার্থী মাহফুজুর রহমান ।
গতকাল রূপগঞ্জে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক । তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ২ লাখ ৪৩ হাজার ৭’শ ৩৯ ভোট । ধানের শীষ প্রতীকে কাজী মনিরুজ্জামান পেয়েছেন ২১হাজার ৮শ ৩২ ভোট , আজম খাঁন লাঙল প্রতীকে পেয়েছেন ৪’শ ১ ভোট,
ইমদাদুল্লাহ হাসেমী হাত পাখা প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৩৮ ভোট, মনিরুজ্জামান চন্দন কাস্তে প্রতীকে পেয়েছেন ৩’শ ৩৬ ভোট , রেহান আফজাল আপেল প্রতীকে পেয়েছেন ৯৭ ভোট, হাবিবুর রহমান হাবিব সিংহ পেয়েছেন ৩’শ ৭৩ ভোট ।মোট প্রদত্ত ভোটের শতকরা আট ভাগের একভাগ হলো ৩৩ হাজার ৫৯৯ ভোট।নারায়ণগঞ্জ ১ আসনে আসনে নৌকা প্রতীকের প্রার্থী ছাড়া বাকী সব প্রার্থীই জামানত হারিয়েছেন। এবারের নির্বাচনে রূপগঞ্জে মোট ভোটার ছিলো ৩ লাখ ৪৯ হাজার ৭শ` ৯১ জন ।