আজ শনিবার, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে বিএনপি নেতাকর্মীদের নামে মামলা

সংবাদচর্চা রিপোর্ট:
রূপগঞ্জের সাওঘাট এলাকায় ছাত্রলীগ কর্মী আবু বক্কর সিদ্দিকের উপর হামলার ঘটনায় রূপগঞ্জ থানায় বিএনপির ৭৪ জন নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। গতকাল ২৯ অক্টোবর এই মামলা দায়ের করা হয়। মামলার বাদী জাঙ্গীর এলাকার রেজাউল হকের ছেলে আবু বক্কর সিদ্দিক। মামলার আসামীরা হলেন বিএনপি নেতা কাজী মনিরুজ্জামান, মোস্তাফিজুর রহমান দীপু ভুঁইয়া, গোলাম ফারুক খোকন, শফিকুল ভুঁইয়া—-। মামলা সুত্রে জানা গেছে গত ২৮ অক্টোবর রাত ১১ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সাওঘাট এলাকার লাভানী ফাক্টরীর সামনে দিয়ে যাওয়ার সময় আবু বক্কর সিদ্দিকের উপর হামলার করে বিএনপি নেতাকর্মীরা। এর আগে হরতালের সমর্থনে কাজী মনিরুজ্জামানের নেতৃত্বে একটি মিছিল বের হয়। এসময় একটি ককটেল , একটি পোড়া মোটর সাইকেল ও টায়ার উদ্ধার করা হয়।