আজ সোমবার, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে নারীর গলিত লাশ উদ্ধার

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জে অজ্ঞাত নারীর(৩০) বস্তাভর্তি গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ৬ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল ৫টায় উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের বানিয়াদী এলাকায় শীতলক্ষ্যা নদীর পাড় থেকে এ লাশ উদ্ধার করা হয়েছে।

রূপগঞ্জ থানার এসআই সাজাউল হক জানান, বৃহস্পতিবার বিকেলে বানিয়াদী এলাকার এলাইট জুট মিলের পাশে শীতলক্ষ্যা নদীর পাড়ে একটি বস্তাভর্তি গলিত ক্ষতবিক্ষত এক নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করে। প্রাথমিকভাবে দুবৃত্তরা ঔ নারীকে হত্যা করে লাশ গুমের উদ্দেশ্য বস্তাভর্তি করে নদীতে ফেলে দেয়। লাশটি পচে বিকৃত হয়ে যাওয়া চেহারা বুঝা যাচ্ছেনা।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, আনুমাননিক ১০/১২ আগে কে বা কারা নারীকে হত্যা করে লাশ গুমের উদ্দেশ্য বস্তাভর্তি করে নদীতে ফেলে দিয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।