সংবাদচর্চা রিপোর্ট :
ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা-গাউছিয়া এলাকার অবৈধ সহ¯্রাধিক দখলদারের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সাপ্তাহিক ছুটির দিনে গতকাল ২৪অক্টোবর শুক্রবার বিকেলে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম এ অভিযানে নেতৃত্ব দেন।
অভিযানে রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তারিকুল আলম, পূর্বাচল সার্কেলের সহকারী কমিশনার(ভূমি) ফরিদ আল সোহান, রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম, আনসার, পুলিশসহ আইনশৃঙ্খলার বাহিনীর বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া এলাকার অবৈধ দখলদারের ২/৩মাস পর পর উচ্ছেদ করা হচ্ছে। কিন্তু কোন ফল হচ্ছে না। রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর সহযোগীতায় অবৈধ দখলদারদের স্থায়ীভাবে উচ্ছেদ করতে হবে। এছাড়া হকারদের পুনর্বাসন করতে পারলে মহাসড়কের ভুলতা-গাউছিয়া দখলমুক্ত করা সম্ভব।


