আজ বুধবার, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে জিএম কাদের, এরশাদ স্বৈরাচার ছিলেন না

সংবাদচর্চা রিপোর্ট: জাতীয় পার্টির চেয়ারম্যান (জাপা) এবং সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌর এলাকার মায়ারবাড়িতে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি.এম) কাদের এমপি। এ সময় এরশাদের টানা ৯ বছরের শাসনামলে দেশের বিভিন্ন বিষয়ে উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে জিএম কাদের বলেন, হুসেইন মুহাম্মদ এরশাদ কখনো স্বৈরাচার ছিলেন না। তিনি সাধারন মানুষের মতামতকে প্রাধান্য দিয়েছিলেন। এ দেশের তৃণমূল উন্নয়নে ৫২ এর ভাষা শহীদ থেকে পরবর্তি ইসলাম ধর্মের মর্যাদা রক্ষা ও দেশের অবকাঠামো উন্নয়নে তার ভূমিকা চিরস্মরনীয়।

বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় পার্টির মহসচিব ও বিরোধী দলীয় চীফ হুইপ মশিউর রহমান রাঙ্গা বলেন, একজন নির্লজ্জ স্বাস্থ্যমন্ত্রী দায়িত্বে থেকে এ মহামারী করোনার সময় দেশকে রসাতলে নিয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নিজেই সংসদে দাড়িয়ে বলেছেন , ওনাকে ছাড়া সবাইকে টাকায় কেনা যায়। তাই বলা চলে বেশির ভাগ মন্ত্রীই অথর্ব , অযোগ্য। অবিলম্বে দেশের উন্নয়নের জন্য জাতীয় পার্টিকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। প্রান্তিক উন্নয়নের মর্ম কেবল জাতীয় পার্টিই বুঝে। এ সময় দোয়া মাহফিলে নারায়ণঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি মীর আনোয়ার হোসেনের সভাপতিতে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূইয়া, জিএম কাদেরের উপদেষ্টা মনিরুল ইসলাম , সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম,কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, তথ্য বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু প্রমূখ।