আজ বুধবার, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে আলোচিত বিএনপি নেতা বাদল ও তার স্ত্রীর ২৬৮ কোটি টাকার সম্পত্তি জব্দ

সংবাদচর্চা রিপোর্ট:

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পিএস মোসাদ্দেক হোসেন ফালুর ব্যবসায়ীক পার্টনার নারায়ণগঞ্জের রূপগঞ্জের বিশ্বরোড খালপাড় এলাকার হাজী লুতফর মিয়ার ছেলে লুৎফর রহমান বাদল ও তার স্ত্রী সোমা আলম রহমানের নামে থাকা সব স্থাবর-অস্থাবর সম্পত্তি আদালতের অনুমতি নিয়ে জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিএনপি সরকারের শাসনামলে হাজার হাজার কোটি টাকার মালিক হলেও গত আওয়ামীলীগ সরকারের শাসনামলে নানা কেলেংকারী ধরা পরলে দেশ ছেড়ে পালিয়ে যায় বাদল । গত কয়েক বছর যাবৎ বিদেশে পারিয়ে থেকে মা, ভাইদের নামে অর্থ স্থানান্তরের চেষ্টার খবর বেড়িয়ে আসে গণমাধ্যমে। হাজার হাজার কোটি টাকার দূর্ণীতির অভিযোগ তদন্ত শুরু করলে দেশ ছেড়ে পালিয়ে যায় বাদল। এই বাদলকে ব্যবহার করে রূপগঞ্জের অনেকেই আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছে ।

রোববার ২০ জানুয়ারী দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য লুৎফর রহমান বাদল তার স্ত্রীর সব স্থাবর-অস্থাবর সম্পত্তি জব্দের তথ্য নিশ্চিত করেছেন। তাদের বিরুদ্ধে দুদকের দায়ের করা শেয়ারবাজার কারসাজির অভিযোগে একটি মামলা থাকায় আসামিরা সম্পদ হন্তান্তর ও স্থানান্তরের চেষ্টা করছে বলে জানান তিনি। লুৎফর রহমান বাদল আইএফআইসি ব্যাংকের প্রাক্তন পরিচালক।

দুদক সূত্রে জানা যায়, লুৎফর রহমান বাদলের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ১৩০ কোটি ২৭ লাখ ২৩ হাজার ৩৯৬ টাকার। তার স্ত্রীর সম্পদ ১৩৭ কোটি ৫৪ লাখ ৯০ হাজার ৬৯৭ টাকার। জব্দ করা মোট সম্পদ প্রায় ২৬৮ কোটি টাকার। তবে এই সম্পত্তির বাজারমূল্য ৫০০ কোটি টাকারও বেশি।

দুদক সূত্রে জানায়, ২০১৭ সালের ২৮ মে দুদকের উপ-পরিচালক শেখ আবদুস সালাম বাদী হয়ে লুৎফর রহমান বাদল ও তার স্ত্রী সোমা আলম রহমানের নামে রমনা থানায় মামলা দায়ের করেন। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ওই মামলা হয়।