আজ শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জের ঢাকা বাইপাস সড়ক এক্সপ্রেসওয়েতে উন্নতিকরণ

রূপগঞ্জ উপজেলার ব্রাহ্মনখালী এলাকায় জয়দেবপুর-দেবগ্রাম-ভুলতা-মদনপুর সড়ক (ঢাকা বাইপাস) পিপিপি ভিত্তিতে চার লেনে উন্নীতকরণ প্রকল্পের নির্মাণ কাজের সূচনা করেছেন আওয়ামী লীগের দুই জন মন্ত্রী। তারা হলেন, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ও নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত কে এইচ জেমিং, রোডস এন্ড হাইওয়ের প্রধান প্রকৌশলী জাওয়াদ আলম, প্রকল্প পরিচালক সবুজ উদ্দিন খান, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুইয়া, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, সহকারী কমিশনার (ভুমি) তরিকুল ইসলামসহ অনেকে।