আজ বৃহস্পতিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জবাসীকে পাপ্পা গাজীর ঈদের শুভেচ্ছা

সংবাদচর্চা রিপোর্ট:

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রূপগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক, তরুণ শিল্প উদ্যোক্তা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় রূপগঞ্জবাসী । বছর ঘুরে আমাদের মাঝে আবার এসেছে পবিত্র ঈদুল আযহা। এটা আমাদের ত্যাগের আনন্দের দিন। বিশ্বব্যাপী করোনাভাইরাসের মহামারির মধ্যে আমরা এবার পবিত্র ঈদুল আযহা উদযাপন করছি। দেশের ক্রান্তিকালে আমরা যারা গরু কোরবানী করব তারা অবশ্যই কোরবানীর মাংস আত্মীয় স্বজন, প্রতিবেশী এবং দরিদ্রদের দিয়ে খাব। বিনা প্রয়োজনে কেউ ঘর থেকে বের হবো না। সবাই মাস্ক পরুন ,সামাজিক দূরত্ব বজায় রাখুন। স্বাস্থ্য বিধি মেনে ঈদের নামাজ আদায় এবং কোরবানী করুন। সবাই ভ্যাকসিন নিন, মনে রাখবেন আমার আপনার সচেতনতায় রূপগঞ্জ তথা দেশ হবে করোনামুক্ত। কোরবানীর বর্জ্য দ্রুত অপসারণের ব্যবস্থা নিন। সবাই নিরাপদে থাকুন। ঈদ মোবারক। প্রসঙ্গত আজ ২১ জুলাই সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপন হচ্ছে।