আজ শুক্রবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রুম্পা হত্যার বিচারের দাবিতে শহরে মানববন্ধন

সংবাদচর্চা রিপোর্ট
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থী রুবাইয়াত শারমিন রুম্পা হত্যার বিচারের দাবিতে শহরে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখা।

রোববার (০৮ ডিসেম্বর) সকাল ১০টায় নারায়নগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন করেন সংগঠনটির ছাত্র-ছাত্রীরা।

মানববন্ধনে ছাত্র-ছাত্রীরা বলেন, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমাদের এক বোনকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। স্বাধীনতার ৪৮ বছর পরও বাংলাদেশে মেয়েদের ধর্ষণের শিকার হতে হয়। এছাড়া বর্তমানে এ দেশে একের পর এক বিভিন্ন ধরনের অপকর্ম হয়ে যাচ্ছে। বিচারহীনতার অপসংস্কৃতির কারণে অপকর্মগুলো করেই যাচ্ছে দোষীরা।

ছাত্র-ছাত্রীরা আরো বলেন,‘বাংলাদেশে তনু হত্যা ও সাংবাদিক সাগর-রুনি দম্পতি হত্যার বিচার এখনো হয়নি। এদেশের জনতা ও ছাত্রসমাজ নুসরাত হত্যার বিচারের দাবিতে রাজপথে সংগ্রাম করেছে। তার পরিপ্রেক্ষিতে শুধুমাত্র নুসরাত হত্যার বিচার হয়েছে। আমরা অনতিবিলম্বে রুম্পা হত্যায় জড়িতদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি করছি।’

প্রসঙ্গত, বুধবার (০৪ ডিসেম্বর) মধ্যরাতে পুলিশ সিদ্ধেশ্বরীর সামনের রাস্তা থেকে রুম্পার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠায়।

এসময় উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক এ পি এম সোহেল, জেলা শাখার যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান, বিভা তৌহিদ প্রমুখ।