আজ বুধবার, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

না’গঞ্জ জেলা আওয়ামীলীগের রুদ্ধদ্বার বৈঠক

রুদ্ধদ্বার বৈঠক

রুদ্ধদ্বার বৈঠক

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের দ্বিতীয় সাধারণ সভা আগামী ৩১ জুলাই বিকাল ৪টা পর্যন্ত মূলতবি করা হয়েছে। এর আগে ২ নং রেল গেইট সংলগ্ন দলীয় কার্যালয়ে বিকাল সাড়ে চারটা থেকে রুদ্ধদ্বার বৈঠকে বসেন জেলার শীর্ষ নেতারা। বৈঠক চলে রাত সাড়ে আটটা পর্যন্ত। সভার আলোচ্য সূচিতে ছিল, গত সভার কার্য বিবরণী পাঠ, আগামী ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী পালন ও বিবিধ। তবে সব কিছু ছাপিঁয়ে মুল আলোচ্যসূচি ছিলো শূণ্য পদ পূরণ। নেতাদের সাথে ঐক্যমতে পৌছঁতে না পারায় শূণ্য পদগুলো পূরণ করা সম্ভব হয়নি বলে জানান বৈঠকে উপস্থিত জেলার একাধিক শীর্ষ নেতা।
বৈঠকে উপস্থিত শীর্ষ নেতৃবৃন্দ জানান, কমিটির শূণ্য ৬টি পদ পুরণ করা নিয়ে চরম হৈ চৈ হট্টোগোলের মধ্য দিয়ে সভার কার্যক্রম চলে। তবে শেষ পর্যন্ত চুড়ান্ত সিদ্ধান্তে না পৌঁছাতে পারায় সভা মূলতবি ঘোষনা করা হয়। সভা মূলতবির বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো: বাদলসহ জেলার একাধিক নেতা।জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে রোববার (২৯ জুলাই) বিকাল সাড়ে চারটা থেকে শহরের দুই নং রেলগেইটস্থ জেলা আওয়ামীলীগের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
বৈঠক সুত্রে জানা গেছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী জেলার প্রতিটি থানা, ইউনিয়নগুলোতে যথাযথযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া বিবিধ আলোচনায় জেলা কমিটিতে ছয়টি শূণ্য পদ পূরণ নিয়ে আলোচনা করা হয়। জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খাজা রহমত উল্লাহ মৃত্যুবরণ করায় তার পদ শূণ্য এবং শ্রম বিষয়ক সম্পাদক থেকে আলহাজ্ব কাউছার আহমেদ পলাশ পদত্যাগ করায় তার পদও শূণ্য। এছাড়া কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, এবং ২টি সদস্য পদ শূণ্য রয়েছে। এসব শূণ্য পদ পূরণে সিদ্ধান্ত নিতে জেলার শীর্ষ নেতারা ঐক্যমত্যে পোঁছতে পারেনি। তাই সভা মূলতবি করা হয়েছে। পরবর্তী সভা হবে আগামী ৩১ শে জুলাই।

সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক,না.গঞ্জ ২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু ,সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হোসনে আরা বাবলী,জেলা আ.লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মিজানুর রহমান বাচ্চু, অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, আরজু রহমান ভুইয়া, মুক্তিযোদ্ধা খবির উদ্দীন, মুহাম্মদ সানাউল্লাহ, আলহাজ্ব আব্দুল কাদির, মোহাম্মদ সিকদার গোলাম রসূল, আধীনাথ বসূ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ডা. আবু জাফর চৌধুরী বিরু, ইকবাল পারভেজ; আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ উর রউফ, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আলহাজ্ব খালিদ হাসান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আলমাছ ভুইয়া, দপ্তর সম্পাদক এম এ রাসেল, ধর্মবিষয়ক সম্পাদক ইসহাক মিয়া, প্রচার প্রকাশনা সম্পাদক শেখ সাইফুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রানু খন্দকার, মহিলাবিষয়ক সম্পাদক মরিয়ম কল্পনা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নুরুল হুদা, যুব ক্রীড়া সম্পাদক মানজারী আলম টুটুল, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক ফেরদৌসি আলম নীলা, শিল্প ও বাণিজ্য সম্পাদক এসএস জাহাঙ্গীর হোসেন, সাংস্কৃতিক সম্পাদক নূর হোসেন, স্বাস্থ্য জনসংখ্যা সম্পাদক ডা. নিজাম আলী; সাংগঠনিক সম্পাদক সুন্দর আলী, মীর সোহেল, একেএম আবু সুফিয়ান; উপ-দপ্তর সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপ-প্রচার প্রকাশনা সম্পাদক নাসিরউদ্দীন।

সদস্য পদে রয়েছেন মাহাবুবুল ইসলাম রাজন, মোশারফ হোসেইন, আমজাদ হোসেন, মতিউর রহমান, শওকত আলী, মাসুম রহমান, হালিম সিকদার, আবদুল কাদের ডিলার, বিএম কামরুজ্জামান ফারুক, তোফাজ্জল হোসেন মোল্লা, শাহজাহান ভুইয়া, শাহজালাল মিয়া, হেলো সরকার, সামসুল ইসলাম ভুইয়া, আবুুল কালাম, শাহাদাত হোসেন সাজনু, মোহাম্মদ শহিদুল্লাহ, শীলা রানী পাল, অ্যাডভোকেট ইসহাক, সামসুজ্জামান ভাসানী, মেজর (অব) মশিউর রহমান, সাদেকুর রহমান, মজিবুর মন্ডল ও ইউসুফ ভুইয়া।