আজ বৃহস্পতিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাতিল হাসনাত আশিকের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থী-

সংবাদচর্চা রিপোর্ট:

ড.রাতিল এইচ. আশিক গুগলসহ প্রখ্যাত বিভিন্ন আন্তর্জাতিক মূল্যায়নকারী সংগঠন / প্রতিষ্ঠান কর্তৃক “ওয়ার্ল্ড র‌্যাংকিং” এ আন্তর্জাতিক বৈজ্ঞানিক হিসেবে (২০২১ সাল ) নির্বাচিত হয়েছেন, অধিকন্ত তিনি আমেরিকায় অবস্থিত আন্তর্জাতিক প্রকৌশল বিজ্ঞানীদের সংগঠন আইইইই এর সিনিয়র সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।

ড.রাতিল হাসনাত আশিক নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী বাগবাড়ী এলাকার মো: আবুল হাসনাত ভুঁইয়া ও শিরিন সুলতানার জ্যেষ্ঠ পুত্র। তার সফলতা এবং মঙ্গলের জন্য তার বাবা-মা দেশবাসীর কাছে তার জন্য দোয়া প্রার্থী- ।